google-site-verification=pleBAPcUT-HwHq3xSe6nAu868BfTgpgJAuvqe5HWCsM

বৃহস্পতিবার, ০৩ ডিসেম্বর ২০২০

English Version

আইরিনের হাফ ডজন

No icon ফিল্ম

আমার বিনোদন ডেস্ক: চিত্রনায়িকা আইরিনের হাতে এই মুহুর্তে হাফডজন সিনেমা আছে। এরমধ্যে কয়েকটি সিনেমা সেন্সর সার্টিফিকেট পেয়েছে, কয়েকটি সিনেমার শুটিং চলছে, কয়েকটির শুটিং শেষ হয়েছে আবার কোনটি শিগগিরই মুক্তি পাচ্ছে। একেবারেই নতুন শুটিং শুরু হওয়া সিনেমার মধ্যে রয়েছে পলাশের ‘গন্তব্য’। এতে আইরিনের বিপরীতে আছেন চিত্রনায়ক ফেরদৌস। এরইমধ্যে সিনেমাটির আশি ভাগের শুটিং সম্পন্ন হয়েছে মানিকগঞ্জে।

আইরিন অভিনীত আকাশ আচার্য্য পরিচালিত ‘মায়াবিনী’ ও গাজীউর রহমান পরিচালিত ‘এই তুমি সেই তুমি’ সেন্সর সার্টিফিকেট লাভ করেছে। শুটিং শেষ হয়েছে সাইফ চন্দনের ‘টার্গেট’ ও ওয়াহিদুজ্জামান ডায়মেন্ডের ‘শেষ কথা’। ‘শেষ কথা’ সিনেমাটির পূর্বনাম ছিলো ‘বাষ্পস্মান’। এদিকে এস এ হক অলিক পরিচালিত ‘এক পৃথিবী প্রেম’ সিনেমাটি আসছে ২৩ ডিসেম্বর মুক্তি পাচ্ছে। এতে আইরিন অভিনয়ের সুযোগ পেয়েছেন সৈয়দ হাসান ইমাম, এটিএম শামসুজ্জামান, আবুল হায়াত, আমিরুল হক চৌধুরী ও শর্মিলী আহমেদ’র মতো গুনী শিল্পীদের সঙ্গে। আইরিন বলেন,‘ বেশ কয়েকটি সিনেমা মুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছে। ভাবতে বেশ ভালোলাগছে যে আমার অভিনীত সবগুলো সিনেমারই গল্প খুব ভালো।

আমিও অভিনয় করে বেশ তৃপ্ত। প্রতিটি সিনেমায় আমি আমার নিজেকে আলাদভাবে উপস্থাপনের চেষ্টা করেছি। তবে এই মুহুর্তে আমার ভাবনাজুড়ে এক পৃথিবী প্রেম। এতে আমি পৃথিবী চরিত্রে অভিনয় করেছি। অলিক ভাইয়ের প্রতি কৃতজ্ঞ যে তিনি আমাকে খুব চ্যালেঞ্জিং একটি চরিত্রে কাজ করার সুযোগ করে দিয়েছেন। আমার ক্যারিয়ারের জন্য এই সিনেমাটি অনেক বড় একটি চ্যালেঞ্জ।’ আইরিন অভিনীত মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো হচ্ছে দেবাশীষ বিশ্বাসের ‘ভালোবাসা জিন্দাবাদ’, আলভী আহমেদ’র ‘ইউটার্ন’ ও সাইফ চন্দনের ‘ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল’। তিনটি সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন আরিফিন শুভ, আরশাদ আদনান ও আরজু খান।

 

 

সর্বাধিক পঠিত খবর
করোনায় আক্রান্ত অভিনেতা অপূর্ব