google-site-verification=pleBAPcUT-HwHq3xSe6nAu868BfTgpgJAuvqe5HWCsM

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২০

English Version

খাবারের জন্য এ কি করলেন করলেন নুসরাত জাহান (ভিডিওসহ)

No icon ফিল্ম

আমার বিনোদন ডেস্ক: সেলিব্রিটি। তাই বলে কি একটু মিষ্টি খেতে ইচ্ছে করে না? একা একা রাস্তায় বেরিয়ে সোজা নিজের প্রিয় কেক-প্রেস্ট্রির দোকানটায় ঢুঁ মারতে ইচ্ছে করে না? করে। অন্তত নুসরাত জাহানের তো ভীষণই এমনটা ইচ্ছে করে। তাই শুক্রবার সকাল সকাল নিউ মার্কেটে হাজির নুসরাত। মাথায় চাদর, চোখে চশমা পরে সোজা ঢুকে গেলেন ‘নাহুমস’-এর অন্দর মহলে। মেঘলা দিনে জমিয়ে করলেন মিষ্টিমুখ। 

সেলিব্রিটি হলেও যে রাস্তায় বের হওয়া যাবে না। যেখানে-সেখানে খাওয়া যাবে না। কিংবা কড়া ডায়েটে থাকতে হবে। এমন তথ্য মোটেও বিশ্বাস করেন না নুসরত। সেই কারণেই সাধারণ মানুষের মতোই চলে এসেছিলেন নাহ্যুমস এর অন্দরে। 

দোকানে এসে কি কি তিনি অর্ডার দিলেন, সে প্রশ্নের উত্তর না মিললেও নায়িকার একটি পছন্দের জিনিসের নাম অবশ্য জানা গিয়েছে। আর সবার আগে সেটিই অর্ডার দিয়েছেন নুসরত। এমনকী ভিডিওর ক্যাপশনেও তাকেই সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছেন তিনি। কী সেই বস্তু? অবশ্যই ‘নাহুমস’-এর বহু পরিচিত রাম বল।

 

সর্বাধিক পঠিত খবর


জ্বর কেমন হলে বুঝবেন করোনার লক্ষণনায়ক ফারুকের অবস্থার আরো অবনতি


করোনাই শেষ মহামারি নয়: ডব্লিউএইচও