রবিবার, ১৭ ফেব্রুয়ারী ২০১৯
English Versionআমার বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরী মণি অসুস্থ হয়ে বর্তমানে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি আছেন।
পরীর অসুস্থতার কথা ফেসবুকে জানিয়েছেন তাঁর ঘনিষ্ঠ বন্ধু তামিম হাসান। হাসপাতালে পরীর ছবি আপলোড করে তামিম হাসান লিখেছেন ‘জ্বর ১০৩। কিন্তু সে গেইম খেলছে।’
অন্যদিকে ,পরী হাসপাতালে তাঁর স্যালাইন লাগানো হাতের ছবি পোস্ট করে ফেসবুকে লিখেছেন ‘আবারও’।
পরীর সহকারী মেহেদী হাসান জানান, শুক্রবার রাতে তাঁকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বর্তমানে পরী হাসপাতালের মেডিসিন বিভাগের কনসালট্যান্ট ডা. নিখাত শায়লা আফসারের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন। তাঁর শরীরের রক্ত পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।
এর আগে ঈদের দিনেও পরী মণি ছিলেন অ্যাপোলো হাসপাতালে। সেই সময় পরীর বুকে ও পেটে ব্যথা হয়েছিল বলে জানিয়েছিলেন মেহেদী হাসান।
এদিকে, এবারের ঈদে পরী মণির নতুন কোনো ছবি মুক্তি পায়নি। আসন্ন ঈদকে কেন্দ্র করে মুক্তি পাওয়ার কথা ছিল পরিচালক শামীমুল ইসলাম শামীম পরিচালিত প্রথম ছবি ‘আমার প্রেম আমার প্রিয়া’র। ছবিতে জুটি বেঁধে অভিনয় করেছেন নায়িকা পরী মণি ও কায়েস আরজু। কিন্তু হঠাৎ করেই ছবিটির মুক্তি পিছিয়ে দেওয়া হয়।
ওজন কমাতে রাতের খাবার গ্রহণের পর হাঁটা ভীষণ জরুরি
আদ্-দ্বীন হাসপাতালে ফ্রি চিকিৎসা সেবার উদ্বোধন
ঢাকার ২৪৮টি হাসপাতাল অগ্নিকাণ্ডের ঝুঁকিতে
চিকিৎসকদের আন্তরিকতাই কমাতে পারে ক্যান্সার রোগীদের বিদেশ যাওয়ার প্রবণতা
পাঁচ বছরে যুদ্ধে প্রাণ হারিয়েছে ‘পাঁচ লাখ’ শিশু
৪ লক্ষণে বুঝবেন রোগ-জীবাণুতে ভরা শরীর!
বুড়োদের মস্তিষ্কও সচল রাখে ব্যায়াম
অস্ত্রোপচার করে ফের ভ্রূণ প্রতিস্থাপন গর্ভে!
জলবায়ু পরিবর্তনে দায়ী না হয়েও কুফল ভোগ করছে বাংলাদেশ