google-site-verification=pleBAPcUT-HwHq3xSe6nAu868BfTgpgJAuvqe5HWCsM

বৃহস্পতিবার, ০৩ ডিসেম্বর ২০২০

English Version

সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ হাসপাতালে

No icon আমার বিনোদন

আমার বিনোদন ডেস্ক: দেশের পপ সংগীতের নন্দিত শিল্পী ফেরদৌস ওয়াহিদ শারীরিকভাবে অসুস্থ। তাকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ফেরদৌস ওয়াহিদের সহকারি মোশারফ।

তিনি বলেন, প্রায় এক সপ্তাহ ধরে তিনি (ফেরদৌস ওয়াহিদ) জ্বরে ভুগছেন। কয়েকদিন আগে ঢাকার একটি হাসপাতালে করোনা টেস্ট করানো হয়েছিল, কিন্তু রেজাল্ট নেগেটিভ আসে। তবে জ্বরের কারণে ওনার খাওয়ার রুচি কমে গেছে, সেজন্য ঠিক মতো খাওয়া-দাওয়া করতে পারছেন না। ফলে শরীর বেশ দুর্বল হয়ে গেছে। তাই বৃহস্পতিবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও জানান, আবারো করোনা টেস্ট করার জন্য হাসপাতাল থেকে ফেরদৌস ওয়াহিদের স্যাম্পল নেওয়া হয়েছে। এ রিপোর্ট জানা যাবে শুক্রবার। 

সত্তরের দশকে গানের সাথে সখ্য গড়ে উঠে সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদের। তার ছেলে হাবিব ওয়াহিদও দেশের জনপ্রিয় গায়ক।

সর্বাধিক পঠিত খবর
করোনায় আক্রান্ত অভিনেতা অপূর্ব