মঙ্গলবার, ১৯ ফেব্রুয়ারী ২০১৯
English Versionস্বাস্থ্য ডেস্ক: ১০ অক্টোবর’১৮: দেশের স্বাস্থ্যসেবা এখন একটা মডেল হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। মঙ্গলবার রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে মতবিনিময়কালে এ মন্তব্য করেন মন্ত্রী। দুপুরে রামেক হাসপাতালের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে প্রায় ১৬ হাজার কমিউনিটি ক্লিনিক চলছে। হাজারেরও বেশি মডেল ক্লিনিক হয়েছে। সেখানে গরিব মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত হয়।
চিকিৎসক-নার্স সংকট প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগে নার্সের সংকট ছিল। গত কয়েক বছরে ১০ থেকে ১৫ হাজার নার্স নিয়োগ দেয়া হয়েছে। উপজেলা পর্যায়ে কিছু চিকিৎসক সংকট আছে। এই সংকট সমাধানে আগামী জাতীয় নির্বাচনের আগেই ১০ হাজার চিকিৎসক নিয়োগ দেয়া হবে।
এসময় সেবার মানসিকতা নিয়ে চিকিৎসকদের দায়িত্বপালনের আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী।
সভায় রামেক হাসপাতালের চার তলা একটি ভবনকে ১০ তলায় উন্নীতকরণের ঘোষণা দেন। এছাড়া স্বেচ্ছাসেবী সংগঠন সন্ধানীর রামেক হাসপাতাল ইউনিটকে একটি অ্যাম্বুলেন্স দেয়ারও ঘোষণা দেন।
এসময় উপস্থিত ছিলেন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আখতার জাহান, রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিলুর রহমান, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. মাসুম হাবিব প্রমুখ।
অস্ত্রোপচার ছাড়াই একসঙ্গে ৭ সন্তানের জন্ম
মোহাম্মদপুরে এক কোটি টাকা মূল্যের সরকারি ওষুধ ও সরঞ্জাম জব্দ
শ্লেষ্মা কমাতে আদা ও মধুর মিশ্রণ
বরিশাল শের-ই-বাংলা মেডিকেলের ডাস্টবিনে মিলল ৩৩ অপরিণত শিশুর মৃতদেহ
আগুন লাগার পরও থেমে নেই সোহরাওয়ার্দী মেডিক্যালের চিকিৎসা সেবা
যুদ্ধে বছরে লক্ষাধিক শিশুর মৃত্যু
সুগারের মাত্রা ঠিকঠাক রাখতে সাহায্য করে চারটি ফল
লেবুর রসেই কিডনির পাথর থেকে মুক্তি!