google-site-verification=pleBAPcUT-HwHq3xSe6nAu868BfTgpgJAuvqe5HWCsM

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২০

English Version

নোয়াখালী হাসপাতালে ছাদের পলেস্তরা খসে ৮ শিশুসহ আহত ১০

No icon সারা দেশের খবর

স্বাস্থ্য ডেস্ক: ১২ জুন’ ১৯: নোয়াখালীর জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডের ছাদের পলেস্তরা খসে আট শিশুসহ আহত হয়েছেন ১০ জন। ১২ জুন ভোরে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

এ ঘটনায় রোগীদের মধ্যে দেখা দিয়েছে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা। অনেকেই ইতোমধ্যে হাসপাতাল ত্যাগ করেছেন। রোগীদের শিশু ওয়ার্ড থেকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, তিন বছর আগে শিশু ওয়ার্ডসহ হাসপাতালের আরও তিনটি ভবনকে গণপূর্ত বিভাগ নোয়াখালী পরিত্যক্ত ঘোষণা করলেও এখনও সেখানে রোগীদের রাখা হয়। জায়গা সংকুলানের কারণে ঝুঁকিপূর্ণ অবস্থাতেই তাদের সেখানে সেবা দেয়া হচ্ছে।

নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. খলিলউল্যাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, বুধবার সকালে আচমকা জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডের ছাদের পলেস্তরা খসে পড়ে। এ ঘটনায় আট শিশুসহ ১০ জন আহত হন। এদের মাঝে এক শিশুর অবস্থা গুরুতর।

এই ঘটনা নোয়াখালী হাসপাতালে নতুন নয়। এর আগে ২০১৮ সালের ১২ জুলাই হাসপাতালের পুরনো ভবনের দ্বিতীয় তলার একটি ওয়ার্ডের ছাদ ধসে সিনিয়র স্টাফ নার্স স্বপ্না মজুমদার ও শিক্ষানবিশ নার্স রানী আক্তার নামে দুই নারী আহত হয়েছিলেন।

সর্বাধিক পঠিত খবর

জ্বর কেমন হলে বুঝবেন করোনার লক্ষণ


নায়ক ফারুকের অবস্থার আরো অবনতি


করোনাই শেষ মহামারি নয়: ডব্লিউএইচও

রাশিয়ার করোনা ভ্যাকসিনে সুস্থ হচ্ছেন অনেকেই