শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০১৯
English Versionস্বাস্থ্য ডেস্ক: ১০ আগস্ট’ ১৯: গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় ৫ ভাগ কমেছে। একইভাবে একই সময়কালে ছাড়প্রাপ্ত রোগীর হারও বেড়েছে প্রায় ৩৬ ভাগ। এছাড়াও ডেঙ্গু আক্রান্ত মোট রোগীর প্রায় ৭৫ শতাংশই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন রোগ নিয়ন্ত্রণ শাখা, স্বাস্থ্য অধিদপ্তর শুক্রবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ৮ আগস্ট পর্যন্ত সর্বমোট ভর্তি রোগীর সংখ্যা ৩৪ হাজার ৬৬৬ জন। ছাড়প্রাপ্ত পাওয়া রোগীর সংখ্যা ২৫ হাজার ৮৭২ জন।
বর্তমানে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি রোগীর সংখ্যা হচ্ছে ৮ হাজার ৭৬৫ জন। এরমধ্যে ঢাকার ৪০টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৫ হাজার ১৪০ জন। অন্যান্য বিভাগে মোট ভর্তি রোগীর সংখ্যা ৩ হাজার ৬২৫ জন। গত ২৪ ঘণ্টায় (৭-৮ আগস্ট) নতুন ভর্তি রোগীর সংখ্যা ২ হাজার ৩২৬ জন এবং এ পর্যন্ত ডেঙ্গুতে অক্রান্ত মৃত্যুর সংখ্যা ২৯ জন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
অন্যদিকে, শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরে সকাল ১১টায় বর্তমান ডেঙ্গু পরিস্থিতি সম্পর্কে নিয়মিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ডা. আবুল কালাম আজাদ, রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. সানিয়া তহমিনা, ডা. সমীর কান্তি সরকার, পরিচালক, এমআইএস, মো. আব্দুল আজিজ, পরিচালক স্বাস্থ্য শিক্ষা ব্যুরো, ডা. এম, এম, আক্তারুজ্জামান, প্রোগ্রাম ম্যানেজার (ডেঙ্গু) এবং স্বাস্থ্য অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তা।
দেশের প্রতি উপজেলায় প্রতিবন্ধী সেবাকেন্দ্র চালু হবে: প্রধানমন্ত্রী
ইউআইইউতে চলছে আন্তর্জাতিক স্নায়ু বিজ্ঞান কর্মশালা
শীতে শরীরে পানির ঘাটতি প্রকাশ পায় যেসব লক্ষণে
পানির সংকট মেটাতে ৩৬ বছর পাহাড় খনন!
স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালককে হাইকোর্টে তলব
স্বর্ণজয়ী মারজানা গুরুতর আহত হয়ে হাসপাতালে
শীতে ঠোঁট ফাটা দূর করুন সহজ উপায়ে
বড়াইগ্রামে জোড়া লাগা শিশুর জন্ম