শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০১৯
English Versionস্বাস্থ্য ডেস্ক — ১৯ জুন, ২০১৬: ভারতের মুম্বাইয়ের চার বাসিন্দা নিজেদের রক্ত দিয়ে এক বাংলাদেশি যুবকের প্রাণ বাঁচালেন। এরা হলেন স্বপ্না সবন্ত, কৃষ্ণনন্দ কোরি, মেহুল ভেলেকর এবং প্রবীণ শিন্ডে। মোহাম্মদ কামারুজ্জামানের বয়স পঁচিশ। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। বাড়িতে রয়েছেন অসুস্থ মা।
গত ২১ মে ঢাকায় একটি দুর্ঘটনায় মারাত্মকভাবে জখম হন কামারুজ্জামান। ঢাকারই একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। অস্ত্রোপচার করতে গিয়ে চিকিৎসকরা দেখেন কামারুজ্জামানের রক্তের গ্রুপ একেবারে বিরল। দেশের কোনও ব্লাড ব্যাংকেই খোঁজ মেলেনি ওই গ্রুপের রক্তের।
চিকিৎসকরা জানান, এই বিরল ব্লাড গ্রুপের নাম ‘বম্বে’। অনলাইনের মাধ্যমে এ ধরনের ব্লাড গ্রুপের খোঁজ শুরু করেন কামারুজ্জামানের পরিজনেরা। খোঁজ নিয়ে দেখা যায় ভারতে চারশোরও কম মানুষ আছেন যাদের এই ব্লাড গ্রুপ রয়েছে। তাদের মধ্যে কয়েক জনকে চিহ্নিত করা হয়। ২৫ বছরের তরতাজা কামারুজ্জামানকে রক্ত দিয়ে পরিবারের মুখে হাসি ফোটাতে এগিয়ে আসেন ওই চার মুম্বাইবাসী।
খবর পেয়েই কামারুজ্জামানের এক সহকর্মী শেখ তুহিনুর আলম মুম্বাই উড়ে আসেন রক্ত সংগ্রহ করতে। বিশেষ ধরনের প্লাস্টিক প্যাকেটে আইজেলের মাধ্যমে সেই রক্ত শনিবার পৌঁছে দেওয়া হবে বাংলাদেশে। সংবাদমাধ্যমকে আলম জানান, কামারুজ্জামানের বাঁচার আশাই ছেড়ে দিয়েছিলেন তারা। তার বাম পায়ের হাড়, বাম হাত পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে।
পেলভিস ভেঙে গেছে। দেশের বিভিন্ন ব্লাড ব্যাংকে তন্ন তন্ন করে খুঁজেও ওই বিরল ব্লাড গ্রুপ মেলেনি। পরিবারের সকলের রক্ত পরীক্ষা করেও সুরাহা হয়নি। যদিও তার বোনের রক্তের সঙ্গে সেই গ্রুপের মিল পাওয়া যায়, কিন্তু তিনি রক্ত দেওয়ার মতো অবস্থায় ছিলেন না। আলম বলেন, “এই বিরল গ্রুপের রক্ত দান করে শুধু একজনেরই নয়, গোটা পরিবারের প্রাণ বাঁচাল ভারত।”
সূত্র: আনন্দবাজার পত্রিকা
থাইরয়েড সমস্যা যেভাবে নিয়ন্ত্রণে রাখবেন
বিশেষ বিসিএসে নিয়োগপ্রাপ্ত ৪৪৩৩ চিকিৎসকের যোগদান রোববার
দেশের প্রতি উপজেলায় প্রতিবন্ধী সেবাকেন্দ্র চালু হবে: প্রধানমন্ত্রী
ইউআইইউতে চলছে আন্তর্জাতিক স্নায়ু বিজ্ঞান কর্মশালা
শীতে শরীরে পানির ঘাটতি প্রকাশ পায় যেসব লক্ষণে
পানির সংকট মেটাতে ৩৬ বছর পাহাড় খনন!
স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালককে হাইকোর্টে তলব