মঙ্গলবার, ১৯ ফেব্রুয়ারী ২০১৯
English Versionস্বাস্থ্য ডেস্ক: ১২ অক্টোবর’১৮: পানি সরবরাহ নিশ্চিতে বাংলাদেশ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করলেও ৪১ শতাংশ উৎসের পানিই ই-কলাই ব্যাকটেরিয়ায় আক্রান্ত, যা প্রমাণ করে পানিতে উচ্চ মাত্রায় মলমূত্রের দূষণ ঘটছে । ওয়ার্ল্ড ব্যাংকের ‘ওয়াটার সাপ্লাই, স্যানিটেশন, হাইজিন’ (ওয়াশ) শীর্ষক এক প্রতিবেদনে এমনই তথ্য প্রকাশ করা হয়েছে। পানির বিশুদ্ধতার এই সংকটে ধনী-গরিব সবাই ভুক্তভোগী এবং দেশজুড়েই সমস্যাটি বিদ্যমান।
বলা হয়েছে, বাংলাদেশের ৯৮ শতাংশ মানুষ প্রযুক্তিগতভাবে উন্নত পানি সরবরাহ উৎসের আওতায় রয়েছে। কিন্তু পানির মান খারাপ। সরবরাহ করা পানির দূষণের অন্যতম একটি দিক হচ্ছে ই-কলাই ব্যাকটেরিয়ার উপস্থিতি। বাংলাদেশের প্রায় সবগুলো সরবরাহ উৎস থেকে আসা পানিতেই এর উপস্থিতি পাওয়া গেছে। ‘পাইপের ও পুকুরের উভয় উৎসের পানির ক্ষেত্রেই সংগৃহীত নমুনার ৮০ শতাংশে ই-কলাইয়ের উপস্থিতি দেখা গেছে।’
বাংলাদেশে বিশুদ্ধ পানির সংকটের একটি বড় কারণ পানির প্রাকৃতিক উৎসগুলোতে হওয়া দূষণ। বাংলাদেশে নদী বা পুকুরের মতো পানির উৎসগুলো বসতবাড়ি থেকে খুব একটা দূরে নয়। কিন্তু এসবের পানি ব্যবহারের জন্য পরিশোধনের মাধ্যমে বিশুদ্ধ করাটা খুবই কঠিন। কৃষি, শিল্প ও নগর কর্তৃপক্ষের ফেলা বর্জ্যের কারণে এসব উৎসের পানি দূষিত হয়।
উন্মুক্ত স্থানে মলত্যাগের রীতি নির্মূল করার বিষয়ে বাংলাদেশের সফলতার কথা উল্লেখ করে বলা হয়েছে, এখনও প্রায় পাঁচ কোটি মানুষ অস্থায়ীভাবে নির্মাণ করা শৌচাগার ব্যবহার করে। এসব শৌচাগারে নেই সাবান ও পানি। নগরাঞ্চলের বস্তিগুলোতে বিশুদ্ধ পানি ও নিরাপদ পয়োঃনিষ্কাশনের সংকট রয়েছে। আর এ সংকট বড় বড় বস্তিগুলোতে পাঁচ গুণ প্রকট। সেখানকার শিশুদের পুষ্টিহীনতার হার সবচেয়ে বেশি। বাংলাদেশ, ভুটান ও নেপালের জন্য নির্ধারিত কান্ট্রি ডিরেক্টর সারিন জুমা বলেছেন, ‘বিশুদ্ধ পানির অভাব একটি জাতির ভবিষ্যৎ উন্নতির পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। কারণ নিরাপদ পানির সঙ্গে শিশু-স্বাস্থ্য জড়িত। ’
বিশ্বব্যাংকের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ এবং প্রতিবেদনের রচয়িতাদের একজন জর্জ জোসেফ বলেছেন, ‘বসতবাড়ি ছাড়াও অন্যান্য জনসমাগমের স্থানে স্থায়ী শৌচাগার সুবিধা নিশ্চিতে ভূমিকা রাখার সুযোগ বাংলাদেশের আছে। শিক্ষাপ্রতিষ্ঠান, চিকিৎসাকেন্দ্র, অফিস-আদালতে নিরাপদ পয়োঃনিষ্কাশন ব্যবস্থা নিশ্চিতে কাজ করতে পারে কর্তৃপক্ষ। বাংলাদেশে মাত্র অর্ধেকের মতো কারখানায় শৌচাগার আছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোরও মাত্র অর্ধেকের ক্ষেত্রে নারীদের আলাদা শৌচাগার দেখা গেছে। ফলে প্রতি চার জন নারী শিক্ষার্থীর একজন ঋতুস্রাবের সময় স্কুলে যায় না। নিরাপদ পানি ও পয়োঃনিষ্কাশন ব্যবস্থা আরও অনেক বেশি নারীর কর্মক্ষেত্রে যোগ দেওয়ার ক্ষেত্রে সহায়ক হবে।
অস্ত্রোপচার ছাড়াই একসঙ্গে ৭ সন্তানের জন্ম
মোহাম্মদপুরে এক কোটি টাকা মূল্যের সরকারি ওষুধ ও সরঞ্জাম জব্দ
শ্লেষ্মা কমাতে আদা ও মধুর মিশ্রণ
বরিশাল শের-ই-বাংলা মেডিকেলের ডাস্টবিনে মিলল ৩৩ অপরিণত শিশুর মৃতদেহ
আগুন লাগার পরও থেমে নেই সোহরাওয়ার্দী মেডিক্যালের চিকিৎসা সেবা
যুদ্ধে বছরে লক্ষাধিক শিশুর মৃত্যু
সুগারের মাত্রা ঠিকঠাক রাখতে সাহায্য করে চারটি ফল
লেবুর রসেই কিডনির পাথর থেকে মুক্তি!