সোমবার, ২৫ জানুয়ারী ২০২১
English Versionস্বাস্থ্য ডেস্ক — ১৭ মে, ২০১৬: শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার তিন ওষুধ ব্যবসায়ীকে ১৫ দিনের কারাদন্ড ও এক ব্যবসায়ীকে অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
১৬ মে সোমবার বিকেলে ঝিনাইগাতী উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্টেট মোহাম্মদ সেলিম রেজা ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে এ দন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্তরা হলেন, ঝিনাইগাতী উপজেলা সদরের মা মেডিকেল হলের সাব্বির আহমেদ (২০), কর্মচারী হাবিবুল্লাহ (২২) ও বাশারীয়া ডায়াগনস্টিক সেন্টারের হযরত আলীর ছেলে মাহমুদুল হাসান (৩০)।
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ সরবরাহের দায়ে মেডিকেল প্র্যাকটিশনার্স, বেসরকারী ক্লিনিক, ল্যাবরেটরী নিয়ন্ত্রন অধ্যাদেশ ১৯৮২ এর ৮ ধারা ও ড্রাগ এ্যাক্ট ১৯৪০ এর ধারা ১৮ এবং ধারা ২৭ অনুযায়ী তাদের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দেন ভ্রাম্যমান আদালত। এছাড়া রাফি ডেন্টাল কেয়ারের শাহরিয়ার শাওনকে ভোক্তা আইন ২০০৯ অনুযায়ী ৩ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
এ ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সেলিম রেজা, শেরপুর ও জামালপুরের ড্রাগস সুপার শাখাওয়াত হোসেন রাজু আকন্দ এবং সঙ্গীয় ফোর্সসহ ঝিনাইগাতী থানার উপ-পরিদর্শক (এসআই) সারোয়ার হোসেন।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন দন্ডপ্রাপ্তদের জেল হাজতে পাঠানো হয়েছে ।
‘কোভিড টিকা গ্রহণকারীও ছড়াতে পারে ভাইরাস’
কোভিড-১৯ টিকার জন্য নিবন্ধন করবেন কীভাবে
বিশ্বে করোনা সংক্রমিত প্রায় ১০ কোটি
ডায়াবেটিস ‘জার্নি অ্যাপ’ বিতরণ শুরু করেছে বাডাস
যশোর থেকে ২৭ দিনের শিশু অপহরণ, কলারোয়া থেকে উদ্ধার
যশোরে ইয়াবাসহ নারী মাদকব্যবসায়ী আটক
অনুমোদন পেল বাংলাদেশে উদ্ভাবিত কোভিড টেস্ট কিট
বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ২১ লাখ ১৮ হাজার ছাড়াল
হাসপাতালে মিলবে কম দামে অক্সিজেন
করোনা টিকাদান কার্যক্রম শুরু বুধবার