শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০১৯
English Version১৯ মে, ২০১৬-- এম এস সাগর, কুড়িগ্রাম: কুড়িগ্রামের রৌমারী হাসপাতালে চিকিৎসক সংকট ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মাহফুজুল হক ও মেডিকেল অফিসার এহসানুল কবীর ঢাকায় প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনিস্টিক সেন্টারে রমরমা ব্যবসা করে কর্মস্থলে অনুপস্থিত থাকায় রোগীরা স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত।
সরেজমিনে গিয়ে জানাযায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহফুজুল হকের ব্যাপক অনিয়ম, কর্মস্থলে অধিক সময়ে অনুপস্থিত থাকায় হাসপাতালে চিকিৎসা সেবা কার্যক্রম ভেঙ্গে পড়েছে। বর্হিবিভাগ, জরুরী, অভ্যন্তীন বিভাগ খুঁড়িয়ে খুুঁড়িয়ে চিকিৎসা সেবা দিচ্ছেন ২জন উপ-সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার।
হাসপাতালে স্বাস্থ্য কর্মকর্তাসহ ১১জন চিকিৎসকের পদে কর্মরত আছেন মাত্র ২জন। এরমধ্যে উপজেলা স্বাস্থ্য ও পপ কর্মকর্তা মাহফুজুল হক ও মেডিকেল অফিসার এহসানুল কবীর। উপ-সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার ৪ জন থাকলে ও পাওয়া গেছে ২জন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মচারী বলেন, ২ জন ডাক্তার ঢাকায় প্রাইভেট হসপাতালে রোগী দেখেন নিয়মিত। সরকারি বেতন নেন রৌমারী থেকে আর ব্যবসা করেন ঢাকায়। হাসপাতালের হিসাব সহকারি জানান, অফিসিয়াল কাজ ও বিল বেতনে স্যারের স্বাক্ষর নিতে ঢাকায় যেতে হয়। তাছাড়া কোনো উপায় নেই।
উপ-সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার অলোক কুমার ও জহুরুল ইসলাম জানান, স্যাররা তো নেই অনেক দিন। প্রতিদিন এত রোগীর চাপ আমরা হিমশিম খেয়ে যাই। বর্হিবিভাগেই ৫শ’র বেশি রোগী আসে। এছাড়া জরুরী বিভাগ ও অভ্যন্তরীন বিভাগে রোগী তো আছেই। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মাহফুজুল হক এর সঙ্গে যোগাযোগ করে পাওয়া যায়নি।
এ ব্যাপারে কুড়িগ্রাম সিভিল সার্জন ডা. জয়নাল আবেদীন বলেন, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
থাইরয়েড সমস্যা যেভাবে নিয়ন্ত্রণে রাখবেন
বিশেষ বিসিএসে নিয়োগপ্রাপ্ত ৪৪৩৩ চিকিৎসকের যোগদান রোববার
দেশের প্রতি উপজেলায় প্রতিবন্ধী সেবাকেন্দ্র চালু হবে: প্রধানমন্ত্রী
ইউআইইউতে চলছে আন্তর্জাতিক স্নায়ু বিজ্ঞান কর্মশালা
শীতে শরীরে পানির ঘাটতি প্রকাশ পায় যেসব লক্ষণে
পানির সংকট মেটাতে ৩৬ বছর পাহাড় খনন!
স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালককে হাইকোর্টে তলব