রবিবার, ১৭ ফেব্রুয়ারী ২০১৯
English Versionস্বাস্থ্য ডেস্ক: ২৩ জুন’১৮: বিরলের মধ্যে বিরল? ডিজর্জ সিনড্রোমকে যে ঠিক কী বলা যায়, সেটা ভেবে পাচ্ছেন না চিকিৎসকরা। গোটা বিশ্বে মাত্র চারজন এই জিনগত রোগটিতে ভোগেন। এই রোগে আক্রান্তের সংখ্যা এতটাই কম যে, ঠিকভাবে কখনো নামকরণই করা হয়নি।
সম্প্রতি লন্ডনে একটি পাঁচ বছরের শিশুকন্যা এই রোগের শিকার হওয়ার পর থেকে ফের শিরোনামে চলে এসেছে এটি। প্রাথমিকভাবে রোগটিকে বলা হতো স্প্রিন্টজেন সিন্ড্রোম। তারও আগে ২২ কিউ নামে পরিচিত ছিল রোগটি। মানবদেহে ২৩ জোড়া ক্রোমোজোম থাকে। তার ২২ নম্বর ক্রোমোজোমটির কিছুটা অংশ ক্ষয়ে গেলে এই রোগ দেখা দেয়। বর্তমানে এই রোগের চারজন রোগী রয়েছেন।
মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড— এই চারটি দেশে দেখা মিলেছে রোগীদের। প্রত্যেকের বয়সই পাঁচ বছরের নিচে। প্রত্যেকের শরীরেই ১৮০ থেকে ২০০টির কাছাকাছি রোগের লক্ষণ দেখা দিয়েছে।
কী কী সেই লক্ষণগুলো— চোয়ালের হাড় পরিণত না হওয়া, শ্বাসকষ্ট, কোনো কিছু শিখতে সমস্যা হওয়া, অস্বাভাবিক কম বৃদ্ধি, কথা বলতে সমস্যা হওয়া, ঘনঘন সংক্রমণে ভোগা। অটিজমের সঙ্গে লক্ষণের অনেক সাদৃশ্য থাকলেও চিকিৎসা একেবারেই আলাদা।
ওজন কমাতে রাতের খাবার গ্রহণের পর হাঁটা ভীষণ জরুরি
আদ্-দ্বীন হাসপাতালে ফ্রি চিকিৎসা সেবার উদ্বোধন
ঢাকার ২৪৮টি হাসপাতাল অগ্নিকাণ্ডের ঝুঁকিতে
চিকিৎসকদের আন্তরিকতাই কমাতে পারে ক্যান্সার রোগীদের বিদেশ যাওয়ার প্রবণতা
পাঁচ বছরে যুদ্ধে প্রাণ হারিয়েছে ‘পাঁচ লাখ’ শিশু
৪ লক্ষণে বুঝবেন রোগ-জীবাণুতে ভরা শরীর!
বুড়োদের মস্তিষ্কও সচল রাখে ব্যায়াম
অস্ত্রোপচার করে ফের ভ্রূণ প্রতিস্থাপন গর্ভে!
জলবায়ু পরিবর্তনে দায়ী না হয়েও কুফল ভোগ করছে বাংলাদেশ