শুক্রবার, ২৭ এপ্রিল ২০১৮
English Versionস্বাস্থ্য ডেস্ক: ১৩ জুলাই ২০১৭: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ত্রিপুরা পাড়ায় অজ্ঞাত রোগে গত পাঁচদিনে ৯ জন শিশু মারা গেছে। এর মধ্যে বুধবার সকালে মারা গেছে চার শিশু।
আক্রান্ত হয়েছে আরো ৪৬ জন। তাদের ফৌজদারহাট বাংলাদেশ ইন্সটিটিউট ফর ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজ হাসপাতাল ও চট্টগ্রাম মেডিকেল ভর্তি করা হয়েছে। এদের মধ্যে অনেক শিশুর অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
বুধবার সকালে ঘটনাটি জানাজানি হলে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা ঘটনাস্থলে যান। এ সময় তারা অসুস্থ ৪৬ জন শিশুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এই রোগের কারণ এখনো জানা যায়নি। আক্রান্তদের কাছ থেকে রক্ত সংগ্রহ করা হয়েছে। ঢাকার রোগতত্ত্ব ও রোগ নিয়ন্ত্রক এবং গবেষণা ইনস্টিটিউটের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে রোগ নির্ণয়ের কার্যক্রম শুরু করেছে।
পরিবর্তনের জন্য স্বাস্থ্য খাতে আরও বিনিয়োগ দরকার: ইউনিসেফ
অতিরিক্ত ঠান্ডা পানি পান ডেকে আনতে পারে বিপদ
নবজাতকের সুরক্ষায় পথ দেখিয়েছে বাংলাদেশ: সেইভ দ্য চিলড্রেন
রোহিঙ্গাদের জন্য এসেছে ৪৪ লাখ টন ত্রাণ ও ৪৫৯ কোটি টাকা
৫ বছরের মধ্যে ম্যালেরিয়ামুক্ত হবে দেশ: স্বাস্থ্যমন্ত্রী
শিশু মৃত্যুহার শূন্যে নামানোর অঙ্গীকার থাকবে: স্বাস্থ্যমন্ত্রী
রোগী সুরক্ষা আইন পাস করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
জুন থেকে দুপুরের খাবার পাবে ৩০ লাখ শিশু
মেজাজ নিয়ন্ত্রণ করে ব্যাকটেরিয়া?