google-site-verification=pleBAPcUT-HwHq3xSe6nAu868BfTgpgJAuvqe5HWCsM

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২০

English Version

বুকের দুধ থেকে শিশুর করোনা সংক্রমণের ঝুঁকি নগণ্য: ডব্লিউএইচও

No icon শিশু মনস্তত্ত্ব

ডেস্ক রিপোর্ট, ৫ আগস্ট, ২০২০: মায়ের বুকের দুধ থেকে শিশুদের করোনা সংক্রমণের ঝুঁকি নগণ্য বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ফুড অ্যান্ড নিউট্রিশন অ্যাকশন ইন হেলথ সিস্টেম ইউনিটের প্রধান ডা. লরেন্স গ্রুমার-স্ট্রেন’র বরাত দিয়ে ইউএন নিউজ জানায়, ‘ডব্লিউএইচও তার সুপারিশগুলোতে একেবারে স্পষ্ট করে বলেছে যে বুকের দুধ খাওয়ানো চালিয়ে যাওয়া উচিত।’ খবর ইউএনবির

ডা. লরেন্স বলেন, ‘আমরা কখনো, বিশ্বের কোথাও বুকের দুধের মাধ্যমে কোনো সংক্রমণের ঘটনা নথিভুক্ত করিনি।’ এছাড়া মায়ের বুকের দুধ না খাওয়ায় বিশ্বজুড়ে বছরে আট লাখ ২০ হাজার শিশুর মৃত্যু হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, টানা ছয় মাস শিশুকে বুকের দুধ খাওয়ানোর ফলে শিশু এবং মায়েরা অনেক উপকৃত হয় যা নতুন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমায়।

মায়ের বুকের দুধ থেকে শিশুর শরীরে অ্যান্টিবডি তৈরি হয় যা শিশুদের বিভিন্ন ধরনের অসুস্থতা থেকে রক্ষা করে।

সর্বাধিক পঠিত খবর


জ্বর কেমন হলে বুঝবেন করোনার লক্ষণনায়ক ফারুকের অবস্থার আরো অবনতি

করোনাই শেষ মহামারি নয়: ডব্লিউএইচও