মঙ্গলবার, ১৯ মার্চ ২০১৯

English Version

ভালসারটান ওষুধ সেবনে মরণঘাতী ক্যান্সারের ঝুঁকি

No icon ফার্মাসিউটিক্যালস

স্বাস্থ্য ডেস্ক: ২১ জুলাই’১৮: উচ্চরক্তচাপ ও হৃদরোগের রোগীদের জীবনরক্ষাকারী ওষুধ হলো ভালসারটান। এই ওষুধটি নিয়ে বিশ্বব্যাপী তোলপাড় সৃষ্টি হয়েছে। বাংলাদেশসহ বিশ্বের কোটি কোটি মানুষ এই ওষুধ সেবন করেছে। যুক্তরাষ্ট্রের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ফুড অ্যান্ড ড্রাগস অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) রিপোর্টে প্রমাণিত হয়েছে যে, ভালসারটান ওষুধ সেবনে ক্যান্সারের ঝুঁকি রয়েছে। বিশেষ করে লিভার, ফুসফুস ও স্তন ক্যান্সার হওয়ার সম্ভবনা বেশি । এ প্রেক্ষিতে ইউরোপ-আমেরিকায় ওষুধটি প্রত্যাহার করা হয়েছে। বাংলাদেশেও ওষুধটি প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, যারা ওষুধটি সেবন করেছেন তারা উচ্চ রক্তচাপ ও হৃদরোগ থেকে রেহাই পেলেও মরণঘাতী ক্যান্সারের ঝুঁকি তাদের মধ্যে রয়েছে।

শরীরের জন্য ক্ষতিকর ক্যান্সারের পদার্থ থাকায় ১৬ জুলাই এফডিএ বাজার থেকে ওষুধটি প্রত্যাহার করার নির্দেশ দেয়। এর আগে ইউরোপীয়ান মেডিসিন এজেন্সিও ওষুধটি প্রত্যাহার করার নির্দেশ দিয়েছিল। কারণ এতে ক্ষতিকারক এন-নাইট্রোসোডিমেথিলামাইন (এনডিএমএ) আছে । এনডিএমএ হলো কার্সিনোজেন। এই কার্সিনোজেন মানুষের শরীরে ক্যান্সার সৃষ্টি করে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্স অন ক্যান্সার জানায়, এনডিএমএ প্রাণীর জন্য ক্ষতিকারক। তবে এটা প্রাণীর ক্ষেত্রে ক্ষতির কারণ হিসেবে প্রমাণ পাওয়া গেলেও মানুষের জন্য কতটুকু ক্ষতিকর তা জানা যায়নি।

এদিকে উচ্চরক্তচাপ ও হৃদরোগীদের মধ্যে যারা ভালসারটান ওষুধ সেবন করেছেন তাদের মধ্যে অনেকটা আতঙ্ক বিরাজ করছে। ওষুধ খেয়ে মরণঘাতী ক্যান্সারের দানা শরীরে বেঁধেছে এটা অনেকের মানতে কষ্ট হচ্ছে।

ল্যাবএইড হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. বরেণ চক্রবর্তী বলেন, নোভারটিস কোম্পানির উৎপাদিত ওষুধ নিয়ে আমেরিকার এফডিএ’র পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ধরনের প্রশ্ন তোলেনি। তবে হৃদযন্ত্র বন্ধ হয়ে গেলে বাংলাদেশে উৎপাদিত কোনো কোনো কোম্পানির ওষুধ ব্যবস্থাপত্রে দেওয়া হয়ে থাকে। এতে অনেক ভালো সফলতা আছে, অনেক রোগী ভালো হয়ে যায়। এই ওষুধে এনডিএমএ নামক ক্ষতিকর কার্সিনোজেন আছে কি না তা চিকিৎসকদের জানার কথা না। কিন্তু এ সকল কোম্পানির তৈরি ভালসারটান ওষুধে গুণগত মান কিংবা তাদের অবস্থান সম্পর্কে ব্যাখ্যা করে জনমনের দুঃশ্চিন্তা দূর করতে তিনি আহ্বান জানান।

নোভারটিস এর পক্ষ থেকে বলা হয়েছে, নোভারটিস ফার্মার পণ্য ডায়োভান, কো-ডায়োভান, এক্সফর্গ এইচসিটি এবং এনট্রেসটো সম্প্রতি চিহ্নিত দূষণের কারণে ক্ষতিগ্রস্ত হবে না। এনডিএমএ যা ভালসারটান একটিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট (এপিআই) তে পাওয়া গেছে সেটি ঝেইজাং হুয়াহাই ফার্মাসিউটিক্যাল কোম্পানি লিমিটেডের উৎপাদিত। এই কোম্পানি ভালসারটান এপিআই উৎপাদনের জন্য অনুমোদনপ্রাপ্ত নয়। এছাড়া তারা বাণিজ্যিক এবং ক্লিনিক্যাল পণ্য উৎপাদন করতেও অভ্যস্ত নয়। অনুমোদিত ভালসারটান এপিআই উৎপাদিত হয় সুইজারল্যান্ডের ব্যাসেল, যুক্তরাজ্যের লিংকনশায়ারে নোভার্টিসের কোম্পানিতে।

ওষুধ প্রশাসন অধিদপ্তরের পরিচালক গোলাম কিবরিয়া বলেন, এ বিষয়ে অবহিত হওয়ার পর এদেশে যে সকল কোম্পানি ভালসারটান ওষুধটি তৈরি করছে তা বাজার থেকে প্রত্যাহার করার এবং এ ব্যাপারে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে তারা আরো ব্যবস্থা গ্রহণ করছেন বলে জানান।

 

 

সর্বাধিক পঠিত খবর

উচ্চ রক্তচাপে বিপজ্জনক খাবার

বয়স অনুপাতে কত ঘণ্টা ঘুমানো উচিতকুমড়োর বিচির উপকারিতা

গলার ক্যান্সারের লক্ষণ