amarhealth.com
বিনামূল্যে হাজিদের ‘ঘুমের বাক্স’ দিচ্ছে সৌদি সরকার
Sunday, 19 Aug 2018 11:06 am
Reporter :
amarhealth.com

amarhealth.com

স্বাস্থ্য ডেস্ক: ১৯ আগস্ট’১৮: ফাইবার গ্লাসের ছোট একটা চৌখুপি বাক্স। দৈর্ঘ্য হচ্ছে ৩ মিটার। লম্বায় এক মিটারের বেশি নয়। এবারের হজে আসা ২০ লাখ হাজিকে ছয় দিনের জন্য জায়গা দিতে এই রকম ‘ন্যাপ-পড’-এর ব্যবস্থা করছে সৌদি সরকার। যেটা বিনামূল্যে প্রদান করা হচেছ।

এই ধরনের ‘ন্যাপ-পড’-এর চল জাপানে নতুন নয়। সেদেশে একে বলে ‘ক্যাপসুল হোটেল’। সৌদির এই বাক্স-ঘরগুলিও কেনা হয়েছে জাপান থেকেই। প্রতিটির দাম এক হাজার ইউরো।

একটি স্বেচ্ছাসেবী সংস্থার প্রধান মনসুর আল-আমির জানান, তারা ১৮ থেকে ২৪টি বাক্স-ঘরের ব্যবস্থা করেছেন হাজিদের জন্য। হজ্ব চলাকালীন সৌদিতে আসা মানুষদের জায়গা দিতে গিয়ে হিমশিম খায় হোটেলগুলি। আবার অনেকেরই হোটেল ভাড়া নেওয়ার সামর্থ্য থাকে না। এই তাঁবুগুলিতে অল্প সময়ের জন্য বিশ্রাম বা ঘুমিয়ে নিতে পারবেন হাজিরা।

শীতাতপ নিয়ন্ত্রিত এই খোপ বা পডগুলির ভেতরে থাকবে তোষক, চাদর ও বিরাট এক আয়না। যাতে আলো জ্বলবে। জন-প্রতি তিন ঘণ্টা করে ব্যবহার করতে পারবেন এটি। একজন ছাড়লে সেটি পরিষ্কার করে অন্যজনকে ব্যবহার করতে দেওয়া হবে।

আমির বলছেন, ‘ভিড়ে ঠাসা মক্কায় এই ধরনের ব্যবস্থায় অনেকেই উপকৃত হবেন।’