amarhealth.com
দাম্পত্যে অশান্তি? ডায়াবেটিসে আক্রান্ত হতে পারেন!
Tuesday, 14 Jun 2016 13:43 pm
Reporter :
amarhealth.com

amarhealth.com

আমার হেলথ প্রতিবেদক, ১৪ জুন ২০১৬: হরহামেশা হচ্ছে বিবাহ বিচ্ছেদ। আমাদের মনে অস্থিরতা আর অশান্তি দিন দিন বাড়ছে। ফলে ভাঙ্গছে সংসার। কিছু দিন আগে ১৪ বছরের বৈবাহিক সম্পর্ক ভেঙে গেল বলিউড তারকা হৃতিক-সুজানের। শুধু সেলিব্রিটিদের অন্দরমহলই নয়, আশপাশে তাকালেই এমন বিবাহবিচ্ছেদের ভূরিভূরি উদাহরণ নজরে পড়বে। বিবাহ বিচ্ছেদের মানে একটা সম্পর্কে, একটা সুন্দর পরিবারে স্বাভাবিক ছন্দে জ্যোতি চিহ্ন।

কিন্তু আধুনিক গবেষণা বলছে, শুধু এটুকুই নয়। বিবাহবিচ্ছেদের ফলে শরীরে দানা বাঁধে নানা রোগও। আমেরিকার মিসিগান স্টেট ইউনিভার্সিটির স্যোশিওলজির অধ্যাপক হুই লিউ জানাচ্ছেন, বিবাহিত জীবনে অশান্তি বা বিবাহবিচ্ছেদের ফলে পুরুষদের ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার প্রবণতা বাড়ে।

তাঁর মতে, বেশিরভাগ সময়েই দেখা যায়, স্ত্রীরা তাঁদের স্বামীর শরীর-স্বাস্থ্যের দিকে নজর রাখেন। কিন্তু, বৈবাহিক জীবনে সুখ না থাকলে পুরুষেরা নিজেদের শরীরের যত্ন নেন না তেমন ভাবে। শুধু তাই নয়, প্রবল মানসিক অশান্তির মধ্যে দীর্ঘদিন থাকতে থাকতেও অনেকে ডায়াবেটিসের শিকার হয়ে পড়েন।

তবে অধ্যাপক লিউ একদিনে এমন সিদ্ধান্তে আসেননি। এ জন্য লিউ ও তাঁর সহকর্মীরা দীর্ঘ পাঁচ বছর ধরে ‘ন্যাশনাল স্যোশাল লাইফ, হেল্থ অ্যান্ড এজিং প্রজেক্ট’ নামে একটি প্রজেক্টে বিবাহিত জীবনে অসুখী এমন ১,২২৮ জন দম্পতির উপর সমীক্ষা চালান। দেখা যায়, এর মধ্যে ৩৮৯ জনই ডায়াবেটিসে আক্রান্ত হয়েছেন।