amarhealth.com
পটুয়াখালীতে সুবিধাবঞ্চিত ৭০০ শিশুকে নতুন জামা
Monday, 03 Jun 2019 11:33 am
Reporter :
amarhealth.com

amarhealth.com

স্বাস্থ্য ডেস্ক: ০৩ জুন’ ১৯: পটুয়াখালীর বিভিন্ন উপজেলায় সুবিধাবঞ্চিত ৭০০ শিশুর হাতে ঈদের নতুন পোশাক তুলে দেওয়া হয়েছে।

রোববার বিকেলে পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে প্রায় ২০০ শিশুর হাতে নতুন জামা তুলে দেন জেলা প্রশাসক (ডিসি) মতিউল ইসলাম চৌধুরী।

জেলার স্বেচ্ছাসেবী ও যুব-সংগঠনের উদ্যোগে ‘পটুয়াখালী বাসী’ নামে একটি সংগঠন এর আয়োজন করে।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক হেমায়েত উদ্দিন, সরকারি কলেজের সহকারী অধ্যাপক সেলিনা আক্তার, জুবিলীর প্রধান শিক্ষক রুহুল আমিন, পটুয়াখালী ইয়ুথ ফোরামের সভাপতি জহিরুল  ইসলাম, শিশু অধিকার ও শিশুদের সুরক্ষায় জাতীয় পর্যায়ে শিশুদের প্রতিনিধিত্বকারী সংগঠন জাতীয় শিশু টাস্কফোর্সের (এনসিটিএফ) ডিস্ট্রিক্ট ভলান্টিয়ার হাসিবুর রহমান ও ‘পটুয়াখালী বাসী’র সভাপতি মাহমুদ হাসান রায়হানসহ সংঘঠনটির সব সদস্যরা উপস্থিত ছিলেন।