amarhealth.com
আখাউড়া হাসপাতালে ডেঙ্গু’র কিট দিলেন আইনমন্ত্রী
Sunday, 11 Aug 2019 00:49 am
Reporter :
amarhealth.com

amarhealth.com

স্বাস্থ্য ডেস্ক- ১১ আগস্ট, ২০১৯: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া হাসপাতালে ডেঙ্গু ভাইরাস (এনএস-১) শনাক্ত করণের কিট দিলেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। শনিবার আইনমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগে ১৫০ পিছ ডেঙ্গু ভাইরাস (এনএস-১) শনাক্ত করণের কিট দেয়া হয়।

দুপুরে আইনমন্ত্রীর প্রতিনিধি হিসেবে পৌর মেয়র মো. তাকজিল খলিফা কাজল হাসপাতালে গিয়ে কিট হস্তান্তর করেন মেডিকেল অফিসার রুহুল মোহসিন সুজনের হাতে।

এ সময় অন্যান্যদের মধ্যে  আরো উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি সাহাব উদ্দিন বেগ শাপলু, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন নয়ন, ছাত্রলীগ নেতা শেখ তজিবর, শাহীন মোল্লা প্রমুখ।