amarhealth.com
 জলবায়ু বিপর্যয়রোধে কার্বণ নিঃসারণ কমানোর দাবি
Sunday, 15 Sep 2019 10:55 am
Reporter :
amarhealth.com

amarhealth.com

স্বাস্থ্য ডেস্ক: ১৫ সেপ্টেম্বর’ ১৯: জলবায়ু বিপর্যয় রোধে কার্বণ নিঃসারণ কমাতে কার্যকর ব্যবস্থা গ্রহণের জোরালো দাবি জানিয়েছে স্কুল শিক্ষার্থীরা। শনিবার রাজধানীর রায়েরবাজার বৈশাখী খেলার মাঠে আয়োজিত সমাবেশে এ দাবি জানায় তারা। এসময় এক হাজার শিক্ষার্থী একযোগে দাঁড়িয়ে ‘স্টপ এমিশনস নাও’ বাক্যটি প্রদর্শন করে। ‘স্টপ এমিশনস নাও’ নামক সংগঠন এবং ১৩টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা এই সমাবেশের আয়োজন করে।

শিক্ষার্থীরা বিশ্ব নেতৃবৃন্দের উদ্দেশে বলেছেন, এটি মানবসৃষ্ট দুর্যোগ। এ বিপর্যয় রুখতে অতিসত্বর কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। অধিক কার্বন নিঃসারণকারী দেশগুলোকে চাপ প্রয়োগ করতে হবে। কারণ জলবায়ু বিপর্যয়ের ক্ষতিকর প্রভাবে সমগ্র প্রাণ-প্রকৃতি আজ হুমকির মুখে। এ আন্দোলন আমাদের অস্তিত্ব রক্ষার আন্দোলন। এ অবস্থা চলতে থাকলে আগামীতে লাখ লাখ মানুষ বাস্তুহারা হয়ে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিকভাবে শরণার্থী হতে বাধ্য হবে।

স্টপ এমিশনস নাওর উপদেষ্টা দেবরা ইফরইমসনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মো. ফাহিম সাদেক খান, বিশেষ অতিথি ছিলেন ৩৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রবিউল আলম। সমাবেশে স্টপ এমিশনস নাও-বাংলাদেশ এর সদস্য সচিব মনজুর হাসান দিলু ও ১৩টি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।

দেবরা ইফরইমসন বলেন, জলবায়ু বিপর্যয় রোধের এই আন্দোলনে তরুণদের এগিয়ে আসতে হবে। এ আন্দোলন কোনো একক দেশ বা জাতির নয় বরং আমাদের অস্তিত্ব রক্ষার আন্দোলন। পৃথিবীর অস্তিত্ব রক্ষায় আমাদের সবাইকে এক হয়ে, অধিক কার্বন নিঃসারণকারী দেশগুলোকে চাপ প্রয়োগ করতে হবে, যাতে তারা আমাদের আহ্বানে সাড়া দেয়।