amarhealth.com
সেক্সুয়াল মেডিসিনে চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধিতে এসএএসএসএম স্কুল বাংলাদেশ ২০১৯ এর ৩য় কোর্স সম্পন্ন
Tuesday, 24 Sep 2019 12:25 pm
Reporter :
amarhealth.com

amarhealth.com

নোমান পাটোয়ারী- ২৪ সেপ্টেম্বর, ২০১৯: সাউথ এশিয়ান সোসাইটি ফর সেক্সুয়াল মেডিসিন (এসএএসএসএম) স্কুল বাংলাদেশ এর আয়োজনে অনুষ্ঠিত, সেক্সুয়াল মেডিসিন এর উপর ৩য় এটেন্ড্যান্স কোর্স শেষ হলো ২৩ সেপ্টেম্বর সোমবার। রাজধানীর ঢাকা ক্লাব এর হামিদুর রহমান সিনহা লাউঞ্জে অনুষ্ঠিত তিন দিনব্যাপী এ কোর্স শুরু হয়েছিল ২১ সেপ্টেম্বর ২০১৯ শনিবার।  

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ডা. কনক কান্তি বড়ুয়া, উপাচার্য, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার, উপ- উপাচার্য (গবেষণা ও উন্নয়ন), বিএসএমএমইউ; অধ্যাপক ডা. সাহানা আখতার রহমান, উপ- উপাচার্য (শিক্ষা), বিএসএমএমইউ এবং অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম, উপ- উপাচার্য (প্রশাসন), বিএসএমএমইউ।

অনষ্ঠানের শেষ দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. টি এ চৌধুরী, সভাপতি, এফএসএসবি। বিশেষ অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. সামিনা চৌধুরী, সভাপতি, ওজিএসবি এবং অধ্যাপক ডা. মো: ওয়াজিউল আলম চৌধুরী, সভাপতি, বিএপি।

বাংলাদেশ ছাড়াও এ কোর্সে অংশগ্রহণ করেছেন যুক্তরাজ্য, তুর্কি, বেলজিয়াম ও ভারতের খ্যাতিমান চর্মরোগ, এন্ডো ক্রাইনোলোজি, স্ত্রীরোগ, ইন্টারনাল মেডিসিন, মনোরোগ এবং ইউরোলজি বিষয়ের বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ।

সমাপনী অনুষ্ঠানে এসএএসএসএম এর জেনারেল সেক্রেটারি মোহাম্মদ শামছুল আহসান তাঁর বক্তব্যে বলেন, ‘আধুনিক চিকিৎসা পদ্ধতির বিষয়ে চিকিৎসকদের মাঝে নলেজ শেয়ার করাই আমাদের মূল লক্ষ্য। যার মাধ্যমে চিকিৎসকরা কোন প্রকার ইতস্তত না করে রোগীদের মাঝে সু-চিকিৎসা নিশ্চিতে অগ্রণী ভূমিকা পালন করতে পারবেন।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক এ কে এম আনওয়ারুল ইসলাম, পরিচালক, এসএএসএসএম স্কুল বাংলাদেশ এবং প্রাক্তন সভাপতি, সাউথ এশিয়ান সোসাইটি ফর সেক্সুয়াল মেডিসিন (এসএএসএসএম) । তিনি তাঁর বক্তব্যে বলেন, ‘সেক্সুয়াল মেডিসিন এর উপর আয়োজিত এ কোর্সের মূল উদ্দেশ্যই হলো সেক্সুয়াল মেডিসিন এর উপর চিকিৎসকদের দক্ষতা আরো বৃদ্ধি করা।’

এই আয়োজনের সায়েন্টিফিক পার্টনার ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ই্উনিমেড এন্ড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস এর ব্যবস্থাপনা পরিচালক এম মোসাদ্দেক হোসাইন উপস্থিত সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপণ করে বলেন, ‘সেক্সুয়াল মেডিসিন বিষয়ে বাংলাদেশে জনসচেতনতা তৈরীতে আমাদের নিরলস প্রচেষ্টা অব্যহত থাকবে। বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দের সমন্বয়ে যে কোর্স সম্পন্ন হলো এটি নিশ্চয়ই চিকিৎসা বিজ্ঞানের ক্রমাগত উন্নয়নের ধারা অব্যাহত রাখবে।’

উপস্থিত প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণের মাধ্যমে শেষ হয় তিন দিনব্যাপী এ অনুষ্ঠান।