amarhealth.com
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হবে ১১ জানুয়ারি
Friday, 22 Nov 2019 12:00 pm
Reporter :
amarhealth.com

amarhealth.com

আমার বিনোদন ডেস্ক: আগামী ১১ জানুয়ারি শুরু হতে যাচ্ছে ‘ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’ এর অষ্টাদশ আসর। এবার রাজধানীর ছয়টি ভেন্যুতে দেশ-বিদেশের ছবি দেখার সুযোগ পাবেন সিনেমাপ্রেমীরা। এ চলচ্চিত্র উৎসব শেষ হবে ১৯ জানুয়ারি।

‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’- এ স্লোগানকে সামনে রেখে আয়োজিত হয়ে আসছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। সে ধারবাহিকতায় ২০২০ সালে শুরু হতে যাচ্ছে অষ্টাদশ আসর। এরই মধ্যে আয়োজনের প্রস্তুতি প্রায় গুছিয়ে এনেছে উৎসব কমিটি।

এবার উৎসবে প্রদর্শিত হবে অন্তত ৬৫ দেশের ছবি। যেগুলোর মধ্য থেকে সেরা নির্বাচিতদের দেওয়া হবে পুরস্কার। আবার ‘ওয়েস্ট মিটস ইস্ট’, ‘উইমেন কনফারেন্সে’র মতো বিভিন্ন বিভাগে থাকছে চলচ্চিত্র নিয়ে মত বিনিময়ের সুযোগ।