amarhealth.com
ময়মনসিংহে প্যাথেডিন ইনজেকশনসহ আটক ২
Thursday, 26 Dec 2019 11:10 am
Reporter :
amarhealth.com

amarhealth.com

স্বাস্থ্য ডেস্ক: ২৬ ডিসেম্বর’১৯: ময়নসিংহে অভিযান চালিয়ে ১২৮০ পিস প্যাথেডিন ইনজেকশনসহ দুই মাদকবিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

আটকরা হলেন- রাসেল আলী (৩২) ও আনজু বেগম (২৫)। বুধবার সন্ধ্যায় র‌্যাব-১৪ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব ১৪ এর ময়মনসিংহ ক্যাম্প কমান্ডার মেজর শিবলী সাদিক ও সিনিয়র সহকারী পুলিশ সুপার হাফিজুল ইসলাম বাবুর নেতৃত্বে নগরের আকুয়া ফিরোজ লাইব্রেরি মোড় এলাকায় অভিযান চালায় র‌্যাব সদস্যরা। অভিযানে আকুয়া ফিরোজ লাইব্রেরি মোড় এলাকার একটি ভাড়া বাসা থেকে ১ হাজার ২৮০ টি প্যাথেডিন ইনজেকশন ও ২৭ পিস ইয়াবাসহ রাসেল আলী ও আনজু বেগমকে আটক করা হয়।

আটকদের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।