amarhealth.com
পাকিস্তানে বিষাক্ত গ্যাস লিক, নিহত ৮
Tuesday, 18 Feb 2020 12:35 pm
Reporter :
amarhealth.com

amarhealth.com

স্বাস্থ্য ডেস্ক- ১৮ ফেব্রুয়ারি ২০২০: পাকিস্তানে বিষাক্ত টক্সিক গ্যাস লিক হওয়ার ঘটনায় অন্তত ৮ জন নিহত হয়েছে। এছাড়া এই গ্যাসে আকস্মিক অসুস্থ হয়ে পড়েছেন বহুজন।

দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, করাচির কেমারিতে ঘটে এই ঘটনা। এতে অন্তত ১০০ জন অসুস্থ হয়েছেন।

সোমবার সিন্ধু স্বাস্থ্য বিভাগ ৭ জনের মৃত্যুর খবর নিশ্চিত করে। পরবর্তীতে কেপিটি হাসপাতালে আরও একজনের মৃত্যু হয় বলে খবরে বলা হয়।

সীমা জামিল নামের এক চিকিৎসক জানান, জিন্নাহ হাসপাতালের জরুরি বিভাগে ১০ জনকে ভর্তি করা হয়েছে। এছাড়া আরও ৬০ জন চিকিৎসাধীন।

সিন্ধুর মুখ্যমন্ত্রী মুরাদ আলি শাহ হতাহতদের বিনামূল্যে চিকিৎসা দেয়ার নির্দেশ দিয়েছেন।

তবে করাচির কেমারি এলাকায় কিভাবে এই বিষাক্ত গ্যাস লিক হল তা এখনো নিশ্চিত নয় বলে খবরে বলা হয়েছে। অভিযোগ উঠেছে, একটি শিপ থেকে বিষাক্ত এই গ্যাস লিক হয়েছে। তবে এই অভিযোগ প্রত্যাখ্যান করা হয়েছে।