amarhealth.com
দক্ষিণ এশিয়ার দেশগুলোকে জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান স্বাস্থ্য সংস্থার
Wednesday, 18 Mar 2020 12:55 pm
Reporter :
amarhealth.com

amarhealth.com

স্বাস্থ্য ডেস্ক- ১৮ মার্চ, ২০২০: করোনা ভাইরাস মোকাবেলায় এখনই জরুরি ভিত্তিতে পদক্ষেপ গ্রহণের জন্য দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এর আঞ্চলিক পরিচালক ড. পুনম ক্ষেত্রপাল সিং সতর্ক করে বলেছেন, এ অঞ্চলে পরিস্থিতি ক্রমেই খারাপ হচ্ছে।

তিনি বলেন, ‘বেশি সংখ্যক মানুষের মধ্যে ভাইরাস সংক্রমণের খবর পাওয়া যাচ্ছে। এটি যদিও একটি ইঙ্গিত যে, ভাইরাস সংক্রমণ বিষয়ক নজরদারি কার্যকরভাবে হচ্ছে, তবে কোভিড-১৯ প্রতিহত করতে যে আমাদের আরও জরুরি ভিত্তিতে পদক্ষেপ নিতে হবে সেটিও স্পষ্ট।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশেষ গুরুত্ব দিচ্ছে শনাক্তকরণ, পরীক্ষা, চিকিৎসা, আইসোলেশন ও রোগীর সঙ্গে কারা মেলামেশা করেছিলেন তাদের শনাক্তের ওপর।

ড. পুনম ক্ষেত্রপাল সিং হাত ধোয়া, হাঁচি ও কাশি নিয়ন্ত্রণ এবং সামাজিকভাবে মানুষ থেকে দূরে থাকার ওপর অতিরিক্ত গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, ‘শুধু এগুলো মেনে চলার মাধ্যমে সংক্রমণ কমানোর সম্ভাবনা তৈরি হয়।’

করোনা ভাইরাস দ্রুত ছড়াচ্ছে উল্লেখ করে তিনি বলেন, আরও মানুষ সংক্রমিত হওয়ার আগেই তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হবে। এদিকে করোনায় আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ৮ হাজার ছাড়িয়েছে।