amarhealth.com
২৪ ঘণ্টায় ইতালিতে আরও ৭৯৩ জনের মৃত্যু
Sunday, 22 Mar 2020 12:17 pm
Reporter :
amarhealth.com

amarhealth.com

স্বাস্থ্য ডেস্ক- ২২ মার্চ, ২০২০: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইতালিতে ২৪ ঘণ্টায় আরও ৭৯৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যু হলো ৪ হাজার ৮২৫ জনের।

শনিবার (২১ মার্চ) এ তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম। এদিন দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছে ৬ হাজার ৫৫৭ জন। এর আগে ৫ হাজার ৯৮৬ জন ছিল সর্বোচ্চ। ফলে দিনের পর দিন জনগণের মাঝে আতংক বেড়েই যাচ্ছে। ভয়-আতংকে দিনযাপন করছেন ইতালিয়ান, বাংলাদেশিসহ অন্যান্য অভিবাসীরা।

করোনায় বাড়ছে গুরুতর অসুস্থ রোগীর সংখ্যা, তেমনি বাড়ছে সুস্থ রোগীর সংখ্যাও। মোট সুস্থ হয়েছেন ৬ হাজার ৭২ জন।

চীনের হুবেই প্রদেশের উহান থেকে ২০১৯ সালের শেষ দিকে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ে। বর্তমানে বিশ্বের ১৮৬ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া এ রোগে মৃত্যু হয়েছে ১২ হাজার ৭৭৩ জনের। এ রোগে আক্রান্ত হয়েছে প্রায় ৩ লাখের কাছাকাছি মানুষ।