amarhealth.com
দিনাজপুর মেডিক্যালের নাম পরিবর্তন
Friday, 21 Apr 2017 11:57 am
Reporter :
amarhealth.com

amarhealth.com

স্বাস্থ্য ডেস্ক: ২১ এপ্রিল ২০১৭: দিনাজপুর মেডিক্যাল কলেজের পরিবর্তিত করে নতুন নামকরণ করা হয় এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ এবং হাসপাতাল নামে। বৃহস্পতিবার দিনাজপুর মেডিক্যাল কলেজের পরিবর্তিত নামকরণ এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের নামফলক উন্মোচন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

এর আগে হাসপাতালে নবনির্মিত ১০ শয্যাবিশিষ্ট আইসিইউ ইউনিটের উদ্বোধন করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ, হুইপ ইকবালুর রহিম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল কালাম আজাদ, বিএমএ সভাপতি ডা. মোস্তফা জামাল মহিউদ্দিন, জেলা প্রশাসক মীর খায়রুল আলম ও হাসপাতালের পরিচালক ডা. সারোয়ার জাহান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ প্রফেসর ডা. কামরুল আহসান।