amarhealth.com
চীনে সাইক্লোনের আঘাত: নিহত ৫, আহত ৫০
Saturday, 12 Aug 2017 14:52 pm
Reporter :
amarhealth.com

amarhealth.com

স্বাস্থ্য ডেস্ক: ১২ আগস্ট ২০১৭: চীনের উত্তরাঞ্চলীয় স্বায়ত্তশাসিত ইনার মঙ্গোলিয়া অঞ্চলের কয়েকটি এলাকায় সাইক্লোনে কমপক্ষে পাঁচজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো ৫০ জন। শনিবার স্থানীয় সরকার একথা জানিয়েছে।

এ ব্যাপারে শিফেং নগরীর জরুরি দুর্যোগ মোকাবেলা দফতর জানিয়েছে, সাইক্লোনটি হেক্সিগটেন বানের ও ওংনিউড বানেরের চারটি গ্রামে শুক্রবার বিকেল ৪টায় আঘাত হানে। ঝড়ে বাড়িঘরের ব্যাপক ক্ষতি হয়েছে বলেও জানায় জরুরি দুর্যোগ মোকাবেলা দফতর।

এছাড়া আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। ত্রাণ তৎপরতা চলছে বলে জানা গেছে।