amarhealth.com
নিশ্চিত হোক সাংবাদিকদের সুস্বাস্থ্য (শেষ পর্ব)
Thursday, 15 Mar 2018 14:15 pm
Reporter :
amarhealth.com

amarhealth.com

ডা.অপূর্ব পন্ডিত

দুর্দিন-দুর্দশা হয়,অসুস্থ সাংবাদিকের যাপিত জীবনের সঙ্গী

দেশের স্বাস্থ্যব্যবস্থায় চলছে এক হযবরল অবস্থা। সরকারি মেডিকেলগুলোতে চিকিৎসা হয় না, বেসরকারিগুলোতে চিকিৎসা করাতে গেলে লাগে টাকা আর টাকা। সার্বজনীন একটি স্বাস্থ্যনীতি আমরা আজও পেলাম না। সেখানে হতদরিদ্র সাংবাদিকের চিকিৎসা কিভাবে হবে? একজন সাংবাদিক যিনি সমাজের জন্য নতুন কিছু তৈরিতে সিদ্ধহস্ত সেই মানুষটিই অর্থকষ্টে বিনা চিকিৎসায়, বিনা পথ্যে যখন ঘরের কোণে গুমরে কাঁদেন, তখন শুধু তিনিই কাঁদেন না, কাঁদে আমাদের সবার হৃদয়। একসময় আমাদের সবাইকে পৃথিবীর মায়া ছেড়ে চলে যেতে হবে। কিন্তু তাই বলে বিনা চিকিৎসায় চলে যেতে হবে এটা মেনে নেয়া যায় না। সমাজের সেই অনন্য সাধারণ মানুষটি তাই যদি কখনও অসুস্থ হয়ে পড়েন দেশের সবার উচিত তার পাশে এসে দাঁড়ানো।

সাংবাদিকদের সুস্বাস্থ্য নিশ্চিত হোক

সুস্বাস্থ্য আকাশের তারার মতো কোনো বিষয় নয়। একটু সচেতনতা, এতটুকু কাউন্সেলিং আমাদের অনেক রোগ-শোক থেকে দূরে রাখবে। নিয়মিত জীবনযাপন, কাজের পরিবেশ সুন্দর রাখা, সুস্বাস্থ্যের প্রাথমিক ধারণা, সময়মতো চিকিৎসা সাংবাদিকদের দীর্ঘায়ু করবে। সেইসঙ্গে কেউ অসুস্থ হয়ে পড়লে তার পাশে দাঁড়াতে হবে সরকারসহ সবাইকে।