মঙ্গলবার, ১৯ ফেব্রুয়ারী ২০১৯
English Versionস্বাস্থ্য ডেস্ক: ১২ অক্টোবর’১৮: বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির হার নিয়ে ভীতিকর তথ্য হাজির করেছে জাতিসংঘের জলবায়ুবিষয়ক প্যানেল-আইপিসিসি। তাদের আশঙ্কা, কার্বন নিঃসরণের বর্তমান ধারা অব্যাহত থাকলে ২০৩০ সালের মধ্যেই উষ্ণতা বৃদ্ধির হার ১.৫ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করে যাবে। ৬০০০ নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য নিয়ে আইপিসিসি উষ্ণতা বৃদ্ধির হার ১.৫ অতিক্রমের সম্ভাব্য প্রভাব লিপিবদ্ধ করেছে তাদের প্রতিবেদনে।
আইপিসিসির সঙ্গে সংশ্লিষ্ট নন, এমন একদল পরিবেশ বিজ্ঞানী মনে করছেন, গুরুত্বপূর্ণ অনেক হুমকির প্রসঙ্গ ওই প্রতিবেদনে উপেক্ষিতই থেকে গেছে। তাদের দাবি, উষ্ণতা বৃদ্ধির সম্ভাব্য প্রভাব নিয়ে এরইমধ্যে প্রকাশ্যে আসা হুমকিগুলোকেই সামনে এনেছে আইপিসিসি। তবে ওই বিজ্ঞানীরা মনে করছেন, সম্ভাব্য এমন আরও অনেক হুমকি আছে, যা মানুষের জানার বাইরে। অজানা সেই হুমকিগুলোকে আমলে নিয়ে তারা বলছেন, ঘটনার ভয়াবহতা সম্পর্কে আইপিসিসি যে সীমারেখা টেনেছে, তাতে মানুষের পরিস্থিতি মোকাবেলার প্রস্তুতি ব্যহত হতে পারে। আমাদের অজান্তেই জলবায়ু পরিবর্তনের ঘূর্ণিপাকে হারিয়ে যেতে পারে আমাদের প্রিয় পৃথিবী।
জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক আন্তঃরাষ্ট্রীয় প্যানেল (আইপিসিসি) তাদের এক বিশেষ প্রতিবেদনে সতর্ক করে, কার্বন নিঃসরণের বর্তমান ধারা অব্যাহত থাকলে ১২ বছরের মধ্যে পৃথিবীতে খরা,বন্যা আর ভয়াবহ তাপপ্রবাহের মতো মহাবিপর্যয় নেমে আসতে পারে।
অস্ত্রোপচার ছাড়াই একসঙ্গে ৭ সন্তানের জন্ম
মোহাম্মদপুরে এক কোটি টাকা মূল্যের সরকারি ওষুধ ও সরঞ্জাম জব্দ
শ্লেষ্মা কমাতে আদা ও মধুর মিশ্রণ
বরিশাল শের-ই-বাংলা মেডিকেলের ডাস্টবিনে মিলল ৩৩ অপরিণত শিশুর মৃতদেহ
আগুন লাগার পরও থেমে নেই সোহরাওয়ার্দী মেডিক্যালের চিকিৎসা সেবা
যুদ্ধে বছরে লক্ষাধিক শিশুর মৃত্যু
সুগারের মাত্রা ঠিকঠাক রাখতে সাহায্য করে চারটি ফল
লেবুর রসেই কিডনির পাথর থেকে মুক্তি!