google-site-verification=pleBAPcUT-HwHq3xSe6nAu868BfTgpgJAuvqe5HWCsM

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২০

English Version

‘করোনা বিশ্বশান্তির জন্য হুমকি, নতুন সংঘাতের ঝুঁকি’

No icon স্পট লাইট

স্বাস্থ্য ডেস্ক- ১৩ আগস্ট, ২০২০: জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বলেছেন, করোনাভাইরাস বিশ্বশান্তির জন্য হুমকি ও নতুন সংঘাতের ঝুঁকি তৈরি করছে। বুধবার নিরাপত্তা পরিষদের এক বৈঠকে তিনি এই মন্তব্য করেন।

তিনি বলেন, ‘কোভিড-১৯ মহামারি শুধু বিশ্বজুড়ে দারিদ্র্যের জন্য লড়াই ও শান্তি প্রতিষ্ঠায় হুমকিই নয়, এটি বিদ্যমান সংঘাতকে বাড়িয়ে তুলছে। কোনো ক্ষেত্রে নতুন সংঘাতের ঝুঁকি তৈরি করছে।’

ইতোমধ্যে ইয়েমেন, সিরিয়াসহ মধ্যপ্রাচ্যে চলা যুদ্ধ ও সংঘাতে খুব একটা প্রভাব ফেলতে পারেনি করোনা। আফ্রিকা অঞ্চলের একাধিক দেশে নতুন করে সংঘাত ও সংঘর্ষ সৃষ্টি হচ্ছে।

করোনাভাইরাসকে মোকাবিলা করতে বিশ্বজুড়ে সংঘাতস্থলগুলোতে দ্রুত যুদ্ধ বিরতির জন্য নিরাপত্তা পরিষদের বৈঠকে আহ্বান জানানো হয়।

জাতিসংঘের মহাসচিব সতর্কতা দেন যে, সম্মিলিত পদক্ষেপ না নিলে বৈষম্য, বৈশ্বিক দারিদ্র্য এবং অস্থিতিশীলতা ও সহিংসতার আশঙ্কা বছরের পর বছর ধরে বাড়িয়ে তুলবে।

সর্বাধিক পঠিত খবর


জ্বর কেমন হলে বুঝবেন করোনার লক্ষণনায়ক ফারুকের অবস্থার আরো অবনতি

করোনাই শেষ মহামারি নয়: ডব্লিউএইচও