চমকায় পৃথিবী
ডা. অপূর্ব পন্ডিত
—————————————
একদিন সকালে উঠে ও চিৎকার করে ওঠে
চারিদিকের সব চলা না চলা
নিয়ম গুলোকে ভেঙ্গে ফেলতে চায়।
থেমে থাকা জীবনকে চালানোর জন্যে
ও কিছু বলে উঠতে চায়।
চোখের সামনে সব গুলো
মিথ্যাচারী যেন ভীতুর ডিমের মত চমকে উঠে
ওর চিৎকারে।
ভেতরের সব গুলো মিথ্যা আভিজাত্য
যেন ভেঙ্গে গুঁড়িয়ে যায়।
সময় যেমন চলছে-সময় যেন তা মেনে নিতে পারে না।
ভয়ে সময়, সময় সময় গোঁ গোঁ করে
কিযেন অবিশ্বাস্য ভাষায় কথা বলে সময়।
কোন এক বৈজ্ঞানিক নাকি বলেছিলেন
দেখবো পৃথিবীটাই
একদিন গিলে খাবে পৃথিবীকে।
কে বলেছিলেন!
বৈজ্ঞানিক না দার্শনিক ঝগড়া চলে অফুরান।
আসলেই কি বলেছিল কিনা সেটাই
কে বলবে ! কিভাবে বলবে ।
এত বড় কথা বোঝার মতই তো ক্ষমতা নেই কারো।
খুব কঠিন কোন কথা কি ! বুঝে
পায় না কেউ
না, না-ভেবে আকুল হতে হবে না
সময়ই বা কোথায় !
একদিন হয়তো এমন হবে
সময় হারিয়ে যাবে সময়ের মাঝে।
চমকায় পৃথিবী
চমকায় কি !
পৃথিবীর চমকে ওঠাটাই কি
ভূমিক¤প !
জানানেই কারো।
কিভাবে জানবে !
পৃথিবীর কান্নাটাই কি ঝড়বৃষ্টি টাইফুন !
জানানেই–
তবে কি পৃথিবীটাকে গিলে ফেলার
জন্যেই পৃথিবী বানায় পারমাণবিক বোমা
জানা নেই-জানবে কিভাবে !
হয়তো জানবে-একদিন জানবে
যখন সত্যি সত্যি পৃথিবীই
গ্রাস করে নেবে পৃথিবীটাকে ।