স্বাস্থ্য ডেস্ক – ০১ ফেব্রুয়ারি, ২০২১: করোনাভাইরাস প্রতিরোধে ভ্যাকসিন গ্রহণে ইচ্ছুকদের নিবন্ধন কার্যক্রম পরিচালনার জন্য ‘সুরক্ষা অ্যাপ’ চালু হচ্ছে চার ফেব্রুয়ারি। সেদিন থেকে অ্যাপটি গুগল প্লে-স্টোরে পাওয়া যাবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।
রবিবার (৩১ জানুয়ারি) মহাখালীর জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠানে (নিপসম) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, আগামী ৭ ফেব্রুয়ারি থেকে সারাদেশে একযোগে টিকা কার্যক্রম শুরু হচ্ছে। সম্ভাব্য ভ্যাকসিন গ্রহীতাদের নিবন্ধনের জন্য সুরক্ষা অ্যাপ প্রস্তুত রয়েছে। ইতোমধ্যেই গুগল প্লে-স্টোর ও অ্যাপল অ্যাপ স্টোরে অ্যাপটি আপলোড করা হয়েছে। আগামী ৪ ফেব্রুয়ারির মধ্যেই এটা সর্ব-সাধারণের জন্য উন্মুক্ত হয়ে যাবে।
নিবন্ধন কার্যক্রমের তথ্য তুলে ধরে বলেন, আপাতত ওয়েবসাইটের মাধ্যমে নিবন্ধন চলছে। এখন পর্যন্ত ১৫ হাজারের মতো নিবন্ধন সম্পন্ন হয়েছে। যারা অনলাইনে নিবন্ধন করতে পারবেন না, তাদের উপজেলা পর্যায়ে স্বেচ্ছাসেবকরা সহায়তা করবে।
এছাড়া আগামীকালের মধ্যেই টিকাদান কর্মীদের প্রশিক্ষণ শেষ হবে। সার্বিক প্রস্তুতি নিয়ে আগামীকাল উপজেলার ফোকাল পার্সনদের ভার্চুয়াল একটা মিটিং অনুষ্ঠিত হবে। তাদের থেকে যা পরামর্শ আসবে আগামী পাঁচ-ছয়দিনের মধ্যে সেগুলো নিয়ে কাজ করা হবে বলেও জানিয়েছেন স্বাস্থ্য ডিজি।
প্রসঙ্গত, করোনাভাইরাসের ভ্যাকসিন বিতরণের জন্য নিবন্ধন অ্যাপটি আইসিটি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে তৈরি করা হয়েছে। অ্যাপে নিবন্ধন করার মাধ্যমে ভ্যাকসিন প্রদান করা হবে। এতে নাম, জন্মতারিখ, এনআইডি নম্বর, অন্য কোন শারীরিক জটিলতা আছে কিনা, পেশা ইত্যাদি বিস্তারিত তথ্য দিতে হবে। সেখান থেকে সরকার টিকা গ্রহীতার সম্পর্কে যেমন সব তথ্য পাবেন, তেমনি যারা টিকা নেবেন, তারাও পরবর্তী আপডেট সম্পর্কে জানতে পারবেন।