স্বাস্থ্য ডেস্ক- ১০ মার্চ, ২০২১: গ্রিসে সর্বকনিষ্ঠ শিশু হিসেবে মাত্র এক মাস বয়সী একটি শিশু করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। ৩৭ দিনের শিশুটি ১৭ দিন করোনার সঙ্গে লড়াই করেছিল।
দেশটির প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোতাকিস টুইটারে বলেন, ‘দুঃখজনক যে করোনা মহামারিতে আমাদের দেশের সর্বকনিষ্ঠ একজনের মৃত্যু হয়েছে।’ কিছুদিন আগেই শিশুটির দেহে করোনার উপস্থিতি ধরা পড়েছিল।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ‘শিশুটিকে ফেব্রুয়ারির মাঝামাঝিতে জ্বরে আক্রান্ত অবস্থায় অ্যাথেন্স চিলড্রেন হাসপাতালে ভর্তি করা হয়। এরপর দিনই তাকে ইন্টেন্সিভ কেয়ারে ভর্তি করা হয়। গত রবিবার (৭ মার্চ) শিশুটির মৃত্যু হয়েছে।’