স্বাস্থ্য ডেস্ক- ৩০ মার্চ, ২০২১: ৬ মাসের মধ্যে প্রথমবারের মতো করোনাভাইরাসে মৃত্যুর কোনো ঘটনা ঘটেনি লন্ডনে। রবিবার দেশটিতে করোনা আক্রান্ত হয়ে মৃতের কোনো খবর পাওয়া যায়নি।
ইংল্যান্ড জনস্বাস্থ্যের (পিএইচই) পরিসংখ্যান অনুযায়ী, গত বছরের সেপ্টেম্বরের পর এই রবিবারই প্রথম লন্ডনে করোনায় কোনো মৃত্যু রেকর্ড করা হয়নি।
এদিকে, দেশটিতে লকডাউন সহজ করার পথে হাঁটছে সরকার। ‘স্টে হোম’ নির্দেশনাও বাতিল করা হয়েছে বেশ কিছু শহরে। আস্তে আস্তে স্বাভাবিক জীবনে ফিরে আসার পরিকল্পনা হাতে নিয়েছে ব্রিটিশ সরকার।
তবে দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, কড়াকড়ি শিথিল করা হলেও সবাইকে অবশ্যই জারি থাকা নিয়মগুলো মেনে চলতে হবে। একইসঙ্গে তিনি সবাইকে ভ্যাকসিন গ্রহণের আহ্বানও জানান।