স্বাস্থ্য ডেস্ক- ৪ এপ্রিল, ২০২১: স্বাস্থ্য সেবা বিভাগের সচিব আব্দুল মান্নানকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। আর বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব লোকমান হোসেন মিয়াকে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব করা হয়েছে।
রবিবার (০৪ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় তাদের বদলি করে আদেশ জারি করে।
গত বছরের ৪ জুন ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান (সচিব) আব্দুল মান্নানকে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব নিয়োগ দেওয়া হয়েছিল।