স্বাস্থ্যডেস্ক, ৮ এপ্রিল ২০২১: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ-এর করোনা টিকা গ্রহণের মাধ্যমে দেশব্যাপী ২য় ডোজের টিকাদান কর্মসূচির অংশ হিসাবে কনভেনশন সেন্টারের টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। উপাচার্যের টিকা গ্রহণের পরই টিকা নেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এছাড়া আরও টিকা নিয়েছেন- প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. মশিউর রহমান, নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন প্রমুখ।
এই কর্মসূচিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো: রফিকুল আলম, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো: জাহিদ হোসেন , উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।